আদালতের ছুটি বাড়লো ৩০ মে পর্যন্ত, ভার্চুয়াল কোর্ট চলবে

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগ ও দেশের সকল অধস্তন আদালতে আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে এই সময়ের মধ্যে দেশের ভার্চুয়াল পদ্ধতিতে কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে শনিবার (১৬ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও অধস্তন আদালতের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সকল অধস্তন আদালতসমুহে সাধারণ ছুটি ঘোষনা করা হয়।

You might also like