আনোয়ারুজ্জামানকে মেয়র প্রার্থী দাবি নাদেলের, মহানগর আ.লীগের প্রতিবাদ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আগামী নির্বাচনে মেয়র পদে আ’লীগের দলীয় প্রার্থী নিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সিলেট নগর আ’লীগ। নাদেল তার বক্তৃতায় যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামানকে আগামী সিসিক নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন।সিসিক নির্বাচনে মেয়র পদে আ’লীগের দলীয় মনোনয়ন নিয়ে এখনো প্রধানমন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে কোন নির্দেশনা আসেনি বলে দাবি করেছেন নগর আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। দলীয় প্রার্থী নিয়ে নেতাকর্মীরা বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার নগর আ’লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাসুক উদ্দিন আহমদ ও জাকির হোসেন বলেন, ৬ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের কোনো একটি ওয়ার্ডে আ’লীগ ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সিলেট সিটি মেয়র নির্বাচনের মনোনয়ন প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ও আ’লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা’র বরাত দিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা নগর আ’লীগের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, মাননীয় প্রধানমন্ত্রী এবং আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে এ সংক্রান্ত কোনো নির্দেশনা সিলেট নগর আ’লীগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমরা পাইনি। অতএব ঐতিহ্যবাহী সংগঠন আ’লীগ সিলেট মহানগরির শৃঙ্খলাসহ দলীয় ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয় এবং বিভ্রান্তি যাতে না ছড়ানো হয় সংশ্লিষ্টদের প্রতি এ বিষয়ে আহবান জানানো যাচ্ছে।প্রসঙ্গত, গত সোমবার ২৪ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শফিউল আলম চৌধুরী নাদেল তার বক্তৃতায় বলেছিলেন, ‘স্মার্ট সিলেট সিটি গড়তে আনোয়ারুজ্জামান চৌধুরী কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তাঁর সাথে আছি। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার কান্ডারি হয়ে এই সিটিকে স্মার্ট সিটিতে রূপান্তরে আমরা একসাথে কাজ করে যাব।’

You might also like