আপত্তিকর কনটেন্ট ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন প্ল্যাটফর্মগুলোর আপত্তিকর কনটেন্টের ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন সংশোধন প্রসঙ্গে এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা শুধু আইন সংশোধনের মধ্যেই আমাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখব না। আমরা জানি, বিচার যাতে দ্রুত হয়, সেটির ওপরও সরকার গুরুত্ব আরোপ করছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এবং এন্টারটেইনমেন্ট (বিনোদন) প্ল্যাটফর্মগুলোতে আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং অনেক ক্ষেত্রে পর্নোগ্রাফির কাছাকাছি কনটেন্ট আপলোড করা হয়। সেগুলো এই ব্যাধি (ধর্ষণ-নির্যাতন) ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে বলে আমরা মনে করি। সেগুলোর ব্যাপারেও আমরা কঠোর ব্যবস্থা নেবো।’

সরকার ধর্ষণবিরোধী আন্দোলন থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে ধর্ষণের আইন সংশোধন করেছে বলে দাবি করেছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করা হলো, তাহলে কি এটা বিএনপির পছন্দ হয়নি? এতে এই প্রশ্নই তো দেখা দেয়। আইন সংশোধন বিএনপির পছন্দ হয়নি, এটাই তো তাদের বক্তব্যের মাধ্যমে বোঝা যায়।’

আইন সংশোধন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন সংশোধন করেছে। বাংলাদেশে একসময় এসিড নিক্ষেপ বেড়ে গিয়েছিল। যখন কঠোর শাস্তির বিধান রেখে আইন হলো, তখন এসিড নিক্ষেপ কমে গেছে। এখন এসিড নিক্ষেপের ঘটনা প্রায় ঘটেই না। একইভাবে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি রাখার পরিপ্রেক্ষিতে এ ধরনের (ধর্ষণ) অপরাধও অনেক কমে যাবে।’

You might also like