আবারও বন্যা আতংকে মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা

সিলেট অফিস 
সত্যবাণী
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গত কয়েকদিন আগের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি এখনও নিম্নাঞ্চল থেকে পুরোপুরি নামেনি। উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল এখনও রয়েছে পানির নিচে। এরমধ্যেই আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পুর্বাভাসের ২৪ ঘণ্টার মধ্যেই আবারও বাড়তে শুরু করেছে সোমেশ্বরী ও উব্দাখালী নদীর পানি। হাওড়ের পানিও বৃদ্ধি পাচ্ছে সমানতালে। এতে ফের বন্যা আতঙ্কে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা।
মধ্যনগর থেকে সংবাদদাতা জানান, গত ১৭ জুন সৃষ্ট বন্যায় উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
উপজেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সোমেশ্বরী ও উব্দাখালী নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬.৫৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সকাল ১০টার পর থেকে আবারও বন্যার পানি বাড়তে থাকে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকজন অধিবাসী বলেন, গত অব্যাহত বন্যার রেশ কাটতে না কাটতে আবারও বন্যার আতংকে হাওরপাড়ের মানুষ। গত কয়েকদিনের বন্যায় আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছি। আগের বন্যার পানি এখনো নামেনি। এ যেন মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার বংশীকুন্ডা গ্রামের নূর মোহাম্মদ বলেন, বন্যার কারণে আমরা ঈদ-উল আযহার আনন্দ উপভোগ করতে পারিনি। বন্যার পানি আমাদের সর্বশান্ত করে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। সে সাথে পানির তোড়ে ভেসে যায় আমাদের ঈদের আনন্দ। এভাবে যদি আবারও বন্যার পানি বাড়তে থাকে, তাহলে আমাদের দুর্দশার শেষ হবেনা।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. নুর আলম বলেন, রোববার সকাল থেকে নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। বন্যা হলেও স্বল্পমেয়াদি বন্যা হবে, ততটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

You might also like