আবারও রক্তাক্ত কাবুল বিমানবন্দর এলাকা

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

আফগানিস্তানঃ জঙ্গি সংগঠন আইএস-কের সন্দেহভাজন যোদ্ধাদের লক্ষ্য করে আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট হামলা করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ খবরে বলা হচ্ছে, এ ঘটনায় এক শিশু নিহত হয়েছেন। বিবিসি, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনার পর কাবুল বিমানবন্দরের চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে এই বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।ওই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে জানিয়েছেন, একটা রকেট উড়ে এসে বিমানবন্দরের উত্তর দিকে একটি বাড়িতে আঘাত হেনেছে।আফগানিস্তানের পুলিশ প্রধান আল জাজিরাকে বলেছেন, রকেট হামলায় এক শিশু নিহত হয়েছেন।

রোববার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছাড়া শুরু করার মধ্যেই সেখানে আরেকটি জঙ্গি হামলার জোর সম্ভাবনা আছে।বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’ হয়ে আছে আর সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আরেকটি হামলা হওয়ার জোর সম্ভাবনা আছে।বাইডেন এ কথা বলার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিরাপত্তা হুমকির কারণে আমেরিকানদের অবিলম্বে কাবুল বিমানবন্দর এলাকা ছেড়ে যাওয়ার জন্য আবার সতর্ক করেছে। সতর্কতা জারির পর কাবুল বিমানবন্দরের গেইটগুলোতে ভিড় কমে গিয়েছিলো।আফগানিস্তান থেকে উদ্ধার তৎপরতা চলার মধ্যেই বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের সামনে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্য ও আরো প্রায় ১৭০ জন নিহত হন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে।

এর প্রতিক্রিয়ায় আফগানিস্তান ছাড়ার শেষ পর্যায়েও শুক্রবার দেশটির নানগারহার প্রদেশে সন্দেহভাজন আইএস জঙ্গিদের ওপর ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে আইএসের দুই শীর্ষ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।আফগানিস্তানে দুই দশকের ইতি ঘটিয়ে কাবুল থেকে চলে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে মার্কিন বাহিনী। এখন কাবুল বিমানবন্দরে থাকা অবশিষ্ট এক হাজারের কিছু বেশি বেসামরিককে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে রোববার পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

You might also like