আবারও সিলেটে ৫.৩ মাত্রার ভূমিকম্প

সত্যবাণী

সিলেট অফিসঃ সিলেটে এবার ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ভূ-কম্পন হয়। এতে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এরআগে, গত ৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টা ১৮ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূ-কম্পন অনুভূত হয়। এই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায়।

এছাড়া গত ১৪ আগষ্ট ও ২৯ আগষ্ট দু’দফা সিলেটে ভূ-কম্পন অনুভূত হয়েছে। যথাক্রমে এগুলোর মাত্রা ছিলো ৫ দশমিক ৫ ও  ৩ দশমিক ৫।

You might also like