আবারো জয়বাংলা ফিরে এসেছে -অ্যাটর্নি জেনারেল এ এম, আমিন উদ্দিন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ অ্যাটর্নি জেনারেল এ এম, আমিন উদ্দিন বলেছেন, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান। ১৯৫২ সালে আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি। তখন পাকিস্তানীরা বলতো পাকিস্থান জিন্দাবাদ। আমরা বাংলায় বলেছি জয়বাংলা। সেই থেকে জয়বাংলা আমাদের কাছে পরিচিতি লাভ করে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ ই মার্চের ভাষনে সর্বশেষ বলেছিলেন জয়বাংলা বলে। জয়বাংলা আমাদের অস্তিত্বের সাথে মিশে গেছে, বাঙালী জাতীর সাথে মিশে গিয়েছে। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। কিন্ত তারা ইতিহাসকে মুছে ফেলতে পারেনি। আবারো জয়বাংলা ফিরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তিনি সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীরা জয় বাংলা স্লোগান উচ্চারণ করার আহবান জানান। আজ শনিবার বিকেলে উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের এল পি উচ্চ বিদ্যালয় মাঠে জয় বাংলা জাতীয় স্লোগান সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নে মতবিনিময় সভায় প্রধান অথিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এল পি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গয়াছ আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জয়বাংলা জাতীয় স্লোগান রিট আবেদনকারী ড. বশির আহমেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় ও এস.পি উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক ফিরোজ আহমদ এর যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ড. আনোয়ার হোসাইন খাঁন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী।সভায় স্বাগত বক্তব্য রাখেন, এল.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আশিকুর রহমান। এ সময় ছাতক থানার ওসি মাহবুবুর রহমান,সহকারী কমশিনার ভূমি মোহাম্মদ ইসলাম উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You might also like