আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে সম্প্রীতি বাংলাদেশ এর শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের কমান্ডার স্বাধীনতা পুরস্কার জয়ী আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সম্প্রীতি বাংলাদেশ। এক শোক বার্তায় সংগঠনটি বলেছে, তাঁর মৃত্যুতে দেশ এক মহান বীরকে হারাল। মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আবু ওসমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য-সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, অধ্যাপক আবদুল মান্নান, বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, যুগ্ম আহবায়ক আরমা দত্ত এমপি, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.) সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান, সাবেক সচিব মো. নাসিরউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা মিহির কান্তি ঘোষাল,তাপস হালদার, মো. হেলালউদ্দিন, সাইফ আহমেদ, অনয় মুখার্জী প্রমুখ।

You might also like