আমরা দারিদ্রতা অনেকটা কমিয়ে এনেছি :শাবিতে পরিকল্পনামন্ত্রী
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত পঞ্চাশ বছরে দেশ অর্থনীতিতে যেভাবে এগিয়েছে তা সবাইকে স্বীকার করতে হবে। আমাদের বড় অর্জনগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা দরিদ্রতা অনেকটা কমিয়ে এনেছি। পূর্বে পশ্চিমারা আমাদের যেভাবে শাসন করেছিল তা এখনো করার চেষ্টা চলছে। আমাদের মনোজগত, চিন্তা ও সাংস্কৃতিক জগতে সকল শাসন এসেছে পশ্চিমা বিশ্ব থেকে। বর্গিরা এদেশে আগে যেমন এসেছে, এখনো আসার চেষ্টা করছে।শনিবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) তে প্রথম বারের মতো আয়োজিত ‘বাংলাদেশ এ্যাট ৫০; অ্যাচিভমেন্টস, প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক শিরোনামে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি কথাগুলো বলেন।মন্ত্রী বলেন, দেশে আগের রাজনৈতিক কৌশল এখন ম্যাচ করবে না। সুতরাং আমাদের উচিত কাছাকাছি বসে ছোটখাটো প্রতিবন্ধকতা সমাধান করা। আমরা এখন দারিদ্রসীমার নিচে আছি, এটা থেকে উত্তরণ হতে হবে।
সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, নিজের এলাকা হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি পরিকল্পনামন্ত্রীর ভালবাসা পেতে চাই। আমাদের গবেষণা বাজেট ৯০ লাখ টাকা থেকে চার বছরে হয়েছে ৮ কোটি টাকা। প্রবন্ধ প্রকাশে ঢাবির পর আমরা আছি। বাংলাদেশে অর্থনীতি ২০৪১ সালের মধ্যে ২৬তম অবস্থানে যাবে। আমরা তখন বিশ্বের কাছে অনেক উপরে থাকবো।উপাচার্য আরও বলেন, সুনামগঞ্জের হাওর আমাদের জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের অনুরোধ করি হাওরের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করতে। তিনি আরও বলেন, সিলেটের পর্যটনশিল্পে বেশ কিছু সমস্যা আছে। এসব সমস্যা সমাধানে পরিকল্পনা প্রণয়ণ করে তা নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার।দু’দিনব্যাপি আয়োজিত এ সম্মেলন শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উদ্বোধন করেন। সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, নেপাল, তুরস্ক, ভারত, মঙ্গোলিয়া ও ডেনমার্কসহ ৮টি দেশের শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। এতে বাংলাদেশসহ ৮টি দেশের শতাধিক গবেষণাপত্রের মধ্যে ১৪টি স্বশরীর সেশনে এবং ২টি ভার্চুয়ালি সেশনে উপস্থাপিত হয়। আন্তর্জাতিক এই সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৮ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নেন।সমাপনী অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. জায়েদা শারমিন সারসংক্ষেপ তুলে ধরেন। এছাড়াও বেসরকারি নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান সমাপনী বক্তব্য রাখেন।