আমার কোন সম্পদ নেই, জনকল্যাণে পৈত্রিক ভিটাও দান করে দিয়েছি-পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার সৈয়দ দুলাল আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন,আমি টাকাপয়সার লোভে রাজনীতি করি না, আমার রাজনীতি সাধারণ মানুষের জন্য কাজ করা। আপনাদের ভোটে টানা তৃতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী এলাকাসহ সুনামগঞ্জের হাওরাবেষ্টিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে আমি কাজ করছি।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক নিজাম উদ্দিনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমেদ।

সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ দুলালের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন,এলাকার শিক্ষা ও উন্নয়নে সৈয়দ দুলালের অবদান অনস্বীকার্য। প্রায় ষোল লাখ টাকা খরচ করে আইসিটি ভবন নির্মান করে পড়ালেখার সুবিধায় ছাত্র-ছাত্রীদের আরো বিজ্ঞান মনস্ক করে তুলবে। দেশ ও জাতীকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়ক হবে।এইদেশ আপনার, এইদেশ আমার, এইদেশ আমাদের সকলের।আমরা সবাই যারযার অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখবো।শিক্ষা বিস্তারে সৈয়দ দুলালের নিঃস্বার্থ অবদানের জন্য তাঁকে বিশেষ ধন্যবাদ জ্ঞ্যাপন করেন জনাব এমএ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, জেলা পরিষদ সদস্য আইসিটি ভবনদাতা সৈয়দ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, সিলেট ল কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদ, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী,মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন,পাইরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মখলুস মিয়া,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, হাজি সৈয়দ হাবিবুর রহমান হবি, ডাঃ সৈয়দ নুরুল ইসলাম, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, অধ্যক্ষ এড. আব্দুর রহমান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর সোহেল আহমদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি আওয়ামী লীগের হাজি সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান্নুর, প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, শ্রমিকলীগ নেতা সৈয়দ হিলাল আহমদ, যুবলীগ নেতা সাজ্জাদ খান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, শাব্বির আহমদ, জুনেদ আহমদ, সজিব রায় দূর্জয়, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমেদ, ছাত্রলীগ নেতা কামরান আহমদ প্রমূখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র সৈয়দ আরমান আরমান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় সৈয়দ দুলালের কণ্ঠে তাঁর নিজের লেখা ‘সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি’ গানটি উপস্থিতি সকলকে মুগ্ধ করে।প্রমুখ। পরে ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত আইসিটি ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রসঙ্গত, সুনামগঞ্জে রেললাইন সম্প্রসারণের পথ নিয়ে জেলার অপর পাঁচ সাংসদের সঙ্গে পরিকল্পনামন্ত্রীর মতবিরোধ চলছে।এম এ মান্নান আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সুনামগঞ্জের উন্নয়ন দেখে আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করে সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছি। আমার বিরুদ্ধে বদনাম করা হয়, আমি নাকি সব শান্তিগঞ্জে নিয়ে যাচ্ছি। শান্তিগঞ্জে আমার পৈতৃক ভিটা দান করে দিয়েছি। আমার কোথাও তেমন সম্পদ নেই। আমি আপনাদের আমানতের অমর্যাদা করিনি।’

You might also like