আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসতে চাই:আলহাজ্ব শেখ মকন মিয়া

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সভাপতি, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সভাপতি, মোল্লারগাঁও ইউনিয়নের দীর্ঘদিনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া বলেছেন, মহান আল্লাহর রহমত এবং সিলেটবাসীর দোয়ায় আমি এখন অনেকটা সুস্থ। আপনাদের দোয়া অব্যাহত থাকলে, ইনশাল্লাহ আমি আবারও আপনাদের মাঝে আগের মতো ফিরে আসবো। তিনি বলেন, সারাজীবন আমি মানুষের মধ্যে বিচরণ করেছি, সকলের ভালবাসা ও আন্তরিকতা পেয়েছি, শেষসময়ে আপনাদের থেকে নিজেকে দূরে রাখতে চাই না। তিনি আরো বলেন, মেধা আর মননে সর্বস্তরের মানুষের সাথে কাজ করা যে আমার জীবনের এক পরম ব্রত। এই ব্রত পালন করাই আমার কাছে সর্বোচ্চ অঙ্গীকার এবং অগ্রাধিকার।
গত ১৫ মার্চ বুধরাত রাতে নাগরিক কমিটি ও সুধীসমাজের নেতৃবৃন্দ অসুস্থ আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়াকে দেখতে নগরির ২৮নং ওয়ার্ডের তেলিরাই মহল্লাস্থ তাঁর বাসভবনে গেলে তিনি তাঁদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ ও আবদুল মালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ লায়েক মিয়া, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সুমন, ত্রাণ সম্পাদক মোঃ নজরুল হোসেন, প্রচার সম্পাদক দিলোয়ার আহমেদ রানা, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতা মাহবুব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নাজিম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ প্রমুখ।নেতৃবৃন্দ আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজ-খবর নেন এবং অবস্থার উন্নতিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।নাগরিক কমিটির বর্ধিত সভা সোমবারএদিকে, আগামী ২০ মার্চ সোমবার বাদ মাগরিব স্টেশন রোডস্থ কার্যালয়ে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘স্টিয়ারিং কমিটি’র বর্ধিত সভা আহবান করা হয়েছে। আহূত সভায় এ পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে উপস্থাপিত দাবিনসমুহ বাস্তবায়নের ক্ষেত্রে সফলতা পর্যালোচনা এবং নতুন দাবি সংযোজনসহ গুরুত্ব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্ধিত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম খান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

You might also like