আল জাজিরার প্রতিবেদন অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ:ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল-জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহি:প্রকাশ।বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে সেতুমন্ত্রী এ কথা বলেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে। দেশের এত ভাইব্রেন্ট এবং অ্যাক্টিভ মিডিয়া যেখানে কোনো ধরনের তথ্য পায়নি, সেখানে আল জাজিরা টেলিভিশনের শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়।

উল্লেখ্য,সোমবার (১ ফেব্রুয়ারি) ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা।পরে প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত,ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।উগ্রবাদী জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট দুষ্টুচক্র এটি করিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

You might also like