আসন্ন নির্বাচন কেউ অংশ না নিলে তা থেমে থাকবে না :পরিকল্পনা মন্ত্রী
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা লাল-সবুজের পতাকা পেয়েছে, মানচিত্র পেয়েছি, পেয়েছি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কে উন্নত রাষ্ট্রের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে দিনরাত কাজ করছেন। তিনি বলেন, দেশের মানুষ আর হরতাল-অবরোধ-বিশৃঙ্খলা চায় না, শান্তিতে বসবাস করতে চায়।তিনি বলেন, আ’লীগ উন্নয়নের সরকার আর আমি উন্নয়নের একজন কর্মী। আ’লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আ’লীগের প্রতি আস্থা রাখতে হবে। তিনি বলেন যথাসময়ে দেশে নির্বাচন হবে। কেউ অংশ না নিলে তা থেমে থাকবে না। তবে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবার উচিত নির্বাচনে অংশ নেয়া।
জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানান, ২৬ মার্চ রোববার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও এলজিইডি’র অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, যুক্তরাজ্য আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মধুসুধন ধর, মীরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান,প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।
এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন।