আসন্ন রমজানে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস রমজান অত্যাসন্ন। এ উপলক্ষ্যে আজ সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে রমজান শুরু হবে বলে জানানো হয়।আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, সংস্থাটি গত ১৩ মার্চ চলতি ১৪৪২ হিজরি সনের রমজান মাসের সাহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।সময়সূচিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাহরি ও ইফতার করবেন বলেও উল্লেখ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

একনজরে দেখে নিন-

You might also like