আ.লীগ-বিএনপির সমাবেশ  মিছিলে-মিছিলে উত্তাল সিলেটের রাজপথ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে প্রায় ৫ বছর পর আবারো মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন আ’লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপি। ৪ ফেব্রুয়ারি শনিবার নগরির রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপি’র বিভাগীয় সমাবেশস্থলে দুপুর ১২টা থেকেই খ- খ- মিছিল আসছে। নগরের নানা প্রান্ত, এমনকি বাইরে থেকেও মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।বিএনপি’র বিভাগীয় সমাবেশ দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় দুপুর আড়াইটারও পরে।অপরদিকে, একই দিনে সিলেটে ‘শান্তি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে আ’লীগ। প্রথমে এই সমাবেশ বিএনপি’র সমাবেশস্থল রেজিস্টারি মাঠে আয়োজনের ঘোষণা দেয় দলটি। তবে পরে স্থান পরিবর্তন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। বেলা ৩টায় এই সমাবেশ শুরু হবে।শান্তি সমাবেশ সফল করতে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দুই দলের কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।এদিকে, দু’দলের কর্মসূচি ঘিরে বেশ সর্তক রয়েছে সিলেট মহানগর পুলিশ। এ ব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস বলেন, মঙ্গলবার দুই দলের সমাবেশ ঘিরে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ জন্য নগরির মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। প্রবেশ মুখগুলোতে তল্লাশী চৌকি বসানো হয়েছে। সমাবেশ চলাকালে পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে।

You might also like