ইংল্যান্ডের সুপারমার্কেটলো মানতে চাইছে না ফেইসমাস্ক বিধি
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ব্রিটিশ পুলিশ দোকান,স্টেশন,ব্যাংক এবং পোস্ট অফিসে নাগরিকদের মাস্কের ব্যাপারে একটু ভালো আচরণ করার আহ্বান জানিয়েছে।এদিকে সেইন্সব্যারি,আসদা, কো-অপ এবং কোস্টা কফির মতো চেইনগুলো জানিয়ে দিয়েছে,তারা মুখ ঢাকার ব্যাপারে কোনওভাবেই গ্রাহকদের বাধ্য করবে না।দ্য সানএমনকি কিছুকিছু ব্যাংক গ্রাহকদের প্রবেশের সময় মুখ ঢাকার ব্যাপারে নিরুৎসাহিত করছে।তারা বলছে,ভেতরে প্রবেশ করে এরপর যেনো গ্রাহকরা মাস্ক পরেন।ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এর পুলিশ ফেডারেশন চেয়ারম্যান জন আপটের এক টুইট বার্তায় বলেন,আজ যদি আপনারা শপিং করতে বের হন,যদি কাউকে মাস্ক না পরতে দেখেন ধরে নেবেন তার কোনও গোপন রোগ আছে। তাদের উপর আক্রমণ করে বসবেন না।সকলের সঙ্গে ভালো আচরণ করুন।ডেইলি মেইল
দোকানদারেরা বলছেন,মুখ ঢাকা থাকায় তাদের গ্রাহকের চাহিদা বুঝতে বেশ সমস্যা হচ্ছে।পুলিশ নির্দেশ দিয়েছে,কেউ মাস্ক না পরে দোকানে গেলে পরতে বাধ্য করার জন্য।বেডফোর্ডশায়ার পুলিশ স্থানীয় জনগনকে অনুরোধ করছে তারা যেন পুলিশকে মাস্ক পরার বিষয়ে রির্পোট না করে বরং দোকানের নিরাপত্তা কর্মীকে বিষয়টি জানায়।পুলিশ ফেডারেশন অব ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস জানিয়েছে ব্যাপকভাবে এই নিয়ম বাস্তবায়নের জন্য তাদের পর্যাপ্ত জনবল নেই।সুপার মার্কেট সেইন্সব্যারি জানিয়েছে,তারা ক্রেতাদের এই ক্ষেএে তাদের দায়িত্বপালনে আহবান জানাবে।তবে তারা কাউকে বাধ্য করবে না মাস্ক পরতে।এদিকে আজ থেকে কার্যকর হওয়া মাস্ক পরার আইন না মানলে ১০০ পাউন্ড জরিমানার বিধান রাখা হয়েছে।