ইউপিসহ সব নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনসহ ১১ এপ্রিল অনুষ্ঠেয় স্থানীয় পর্যায়ের সব নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার ইসির কার্যালয়ে নির্ধারিত বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।আগামী ১১ এপ্রিল দেশে প্রথম ধাপে ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপি, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের জন্য তারিখ ঘোষণা করেছিল ইসি।তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ২৯ মার্চ (সোমবার) প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক হয়। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে ১১ এপ্রিলের নির্বাচনের ভোটগ্রহণ হবে কিনা অনির্ধারিত বৈঠকটিতে তা নিয়ে আলোচনা হয়।অশোক কুমার সেদিন বলেছিলেন, ১১ এপ্রিল ইউপি, পৌর ও সংসদের উপ-নির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনা হলেও ১ এপ্রিল কমিশন সভার পর সিদ্ধান্ত জানানো হবে।

You might also like