ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে সিলেটে শোক সভা: তিনি ছিলেন কিংবদন্তীতূল্য ব্যক্তিত্ব

সিলেট করেসপন্ডেন্ট
সত্যবাণী 

সিলেট থেকে: প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সিলেটের সকল মহলের অভিভাবকতূল্য স্বজন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় যক্ষা নিরোধ কমিটি সিলেট জেলা শাখার সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সিলেট, সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও সম্মানীত জীবন সদস্য এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ছিলেন অসাম্প্রদায়িক, কর্মতৎপর, কর্মচারী বান্ধব, উদারমনা সিলেটের কিংবতন্তীতুল্য ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটবাসী বহু গুনে গূণান্নিত এক অভিভাবক কে হারালো। উনার সামাজিক কর্মকান্ডের কাজের মাঝেই তিনি আমাদের মাঝে বিরাজমান থাকবেন অনন্তকাল।

বক্তব্য রাখছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আরশ আলী

এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব ।

০২ ফেব্রুয়ারী, বুধবার, বেলা ১২.০০ ঘটিকার সময় সমিতির সভা কক্ষে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথের পরিচালনায় শোক সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন  হাসপাতালের ল্যাবরেটরী ইন চার্জ মো: মালেক খান। সভার শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বক্তব্য রাখছেন কেন্দ্রীয় জাসদ নেতা লোকমান আহমদ

সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট  ডা. আলাউদ্দিন আহমেদ বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ, নির্লোভ ও সাদামনের মানুষ ইকবাল আহমদ ছিলেন বিভিন্ন গুনের অধিকারী। তিনি কাজকে ভালোবাসতেন, আর সমাজ সেবায় নিজেকে বিলেয়ে দিতেন।

সমিতির কোষাধ্যক্ষ এম. এ. মান্নান স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে বলেন, ইকবাল আহমদ চৌধুরী চাচা ছিলেন আমার পরিবারের একজন অবিভাবক। উনার মৃত্যুতে আজ আমরা অভিভাবকহীন। তিনি সব সময় মানুষের কল্যাণে নিবেদিত থাকতেন। অশ্রুসিক্ত নয়ন ও ভারাক্রান্ত হৃদয়ে তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও মরহুমের পরিবারের সদস্যরা যেন এ শোক কাটিয়ে উঠতে পারেন তার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।

বক্তব্য রাখছেন ডায়বেটিক সমিতির কোষাধ্যক্ষ এম এ মান্নান

সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ তার বক্তব্যে বলেন, ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যু আমাদের কাছে অপ্রত্যাশিত। তিনি বেঁচে থাকলে পরিবার, সমাজ, রাষ্ট্র উপকৃত হতো। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মরহুম আব্দুল হামিদ এর রেখে যাওয়া একজন সফল কর্মী হলেন ইকবাল আহমদ চৌধুরী। উনার মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সান্নিধ্য থেকে বঞ্চিত হলাম। তবে উনি উনার কর্মের মাধ্যেমে চিরকালই আমাদের মাঝে বিরাজমান থাকবেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমান, যুগ্ম কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য জামিল আহমদ, জীবন সদস্য ব্যারিস্টার আরশ আলী, মরহুমের সহোদর এলিম চৌধুরী প্রমূখ।

শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কার্যকরি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, জীবন সদস্যবৃন্দ, আগত অতিথিবৃন্দ, সংবাদকর্মীগণ, সমিতি ও হাসপাতালের কর্মকর্তা-কার্মচারীবৃন্দ। সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ও শিরণী বিতরণ করা হয়।

You might also like