ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ১ম পর্বের দ্বিতীয় দিনের বয়ান চলছে। আগামীকাল আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এ পর্বের। এদিকে বার্ধক্যজনিত কারণে তিন মুসল্লির মৃত্যু হয়েছে ময়দানে।ইবাদত বন্দিগী, তাসকিলে তামিল, ধর্মীয় আলোচনা, তসবী তাহলিল আর তাবলীগের বিভিন্ন বিষয়ের উপর ধর্মপ্রাণ মুসুল্লীদের বয়ান শোনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার ১ম পর্বের দ্বিতীয় দিন।বিশ্ব ইজতেমায় আগত দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসুল্লিরা ধর্মীয় বয়ান শুনছেন। আগামীকাল রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ১ম পর্ব। প্রথম পর্বে মাওলানা জোবায়ের অনুসারীরা অংশগ্রহণ করছেন।বিশ্ব ইজতেমা শেষে ধর্মপ্রাণ মুসুল্লিগণ দ্বীনের দাওয়াতি কাজে দেশ-বিদেশে বেরিয়ে যাবেন।ইজতেমায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। আখেরী মোনাজাতে মুসুল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস ও সড়ক পথে যাতায়াতে বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে।এছাড়া সকল আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।এদিকে, গেল রাতে ইজতেমা ময়দানে তিনজন মুসল্লি বার্ধক জনিত কারণে ইন্তেকাল করেছেন।৪৯ দেশের ২ হাজার ৩শ’ বিদেশী মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন।শুক্রবার ফজরের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলারের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়।

You might also like