ইতিহাস গড়ে সুপার টুয়েলভে নামিবিয়া

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

ক্রিকেট: শুক্রবার বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে স্কটিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে নামিবিয়া।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় কোনো ইভেন্টে এই প্রথম মূল আসরে খেলার টিকিট পেল নামিবিয়া।শুক্রবার দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৫ রানে ইনিংস গুটায় আয়ারল্যান্ড।সহজ টার্গেট তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে সুপার ১২তে খেলা নিশ্চিত করে নামিবিয়া।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১২৫/৮ (পল স্টারলিং ৩৮, কেভিন ওব্রায়েন ২৫, অ্যান্ডি বালবিরনি ২১; জান ফ্রিলিংক ৩/২১)।

নামিবিয়া: ১৮.৩ ওভারে ১২৬/২ (গেরহার্ড ইরাসমাস ৫৩*, ডেভিড ওয়াইজ ২৮*, জেন গ্রিন ২৪, ক্রেগ উইলিয়ামস ১৫।

ফল: নামিবিয়া ৮ উইকেটে জয়ী।

You might also like