ইস্টহ্যান্ডসের রামাদান ফুড প্যাক ডেলিভারী সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
সিলেট: আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইস্টহ্যান্ডস চলতি রামাদানের শুরু থেকেই সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অন্তত ৩ শতাধিক পরিবারকে রামাদান ফুডপ্যাক বিতরণ করেছে।
সিলেট শহরের গ্রীন ডিজেবল্ড সংস্থার অন্ধ শিক্ষার্থীদের রামাদানের পুরো মাস খাওয়ার উপযোগী খাদ্য সামগ্রী দেয়া হয়। এছাড়া প্রতি স্টুডেন্ডের হাতে ক্যাশ টাকাও দেয়া হয়।
এছাড়া মৌলভীবাজার সদর, সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, সুনামগন্জ সদর, জামালগন্জ ও দক্ষিন সুনামগন্জ উপজেলার অন্তত ৩ শতাধিক পরিবারের ১৮০০ মানুষের কাছে পুরো মাসের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
চাল, তেল, ডাল, আলু, পেয়াজ, গুড়, আটা, মশলা, সেমাই, চিনি ইত্যাদি মিলিয়ে প্রায় ৩০-৩৫ কেজি ওজনের খাদ্য সামগ্রী দেয়া হয়।
এছাড়া বিভিন্ন এলাকায় মাদ্রাসার গরীব ও এতিম ফান্ডে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বাংলাদেশে রামাদান ফুড প্যাক বিতরণ করতে পেরে আনন্দিত। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো মানুষের মুখে রমজানের খাবার তুলে দেয়ার জন্য। এই কাজ সহজ হয়েছে আমাদের নিয়মিত কিছু ডোনারের সহায়তা দেয়ার কারনে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।