ইস্ট লন্ডন মসজিদের স্বেচ্ছাসেবক, স্টাফ এবং ট্রাস্টিদের সমাবেশ : সফল রমজান উদযাপনে ভুমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ রমজান মাসে মুসল্লিদের সেবাদানে নিবেদিতভাবে কাজ করার স্বীকৃতি প্রদানে ইস্ট লন্ডন মসজিদের ভলান্টিয়ার, স্টাফ এবং ট্রাস্টিদের নিয়ে গত ৩০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । লন্ডন মুসলিম সেন্টারের প্রথমতলায় ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ডক্টর আব্দুল হাই মুর্শেদের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক।সিইও জুনায়েদ আহমদ রমজান মাসজুড়ে কঠোর পরিশ্রম করার জন্য সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, আপনাদের এই পরিশ্রমের প্রতিফল একমাত্র আল্লাহ তায়ালাই দেবেন।

ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর আব্দুল হাই মুর্শেদও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মসজিদকে আমরা ভালোবাসি বলেই, রমজানে আমরা এতো মানুষকে সেবা দিতে পেরেছি। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই এই মসজিদের একেকজন খাদিম।অনুষ্ঠানে শুধু রমজানের সাফল্যই তুলে ধরা হয়নি। বরং মাসজুড়ে চলা উল্লেখযোগ্য কাজগুলো পর্যালোচনাও করা হয়। তাছাড়া আসন্ন বছরগুলোতে ইস্ট লন্ডন মসজিদের সেবাগুলো কিভাবে আরো উন্নত করা যায়- এ ব্যাপারে সকলে মুল্যবান মতামত প্রদান করেন । প্রতিটি টেবিলে গ্রুপে বিভক্ত হয়ে রমজানে “কোন সেবা কার্যক্রম ভালো হয়েছে” এবং “কোন কার্যক্রমটি আরো ভালো করা যেতে পারতো”- এ ব্যাপারে মতামত গ্রহণ করা হয় । তাছাড়া, ২০২৪ সালের রমজানের সাফল্যের ওপর ভিত্তি করে মসজিদের সেবা কার্যক্রম আরো উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

You might also like