ইয়াসিরের অভিষেক, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

বাংলাদেশঃ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। ফলে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।টসের সময় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।ওয়ানডে সিরিজের আগে ইয়াসির আলীর অভিষেকের একটা ইঙ্গিত মিলেছিল।হয়েছেও তাই। প্রথম ওয়ানডেতে অভিষেক হচ্ছে এই মিডল অর্ডার ব্যাটারের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

You might also like