ঈদের ছুটিতে সরকারি চাকরিজীবীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঈদের ছুটিতে কর্মস্থলেই থাকতে হবে সরকারি চাকরিজীবীদের আগামী ঈদুল ফিতরের ছুটিতে সরকারি চাকরিজীবীরা কেউ গ্রামের বাড়িতে যেতে পারবেন না।সোমবার (০৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি বর্ধিতকরন আদেশে এ কথা বলা হয়েছে।এতে বলা হয়েছে, এবারের ঈদুল ফিতরের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

আদেশে আগামী ৭ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও চার দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।এদিকে দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে কিছু কিছু ব্যবসায়িক কার্যক্রম পর্যায়ক্রমে খুলে দেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

You might also like