ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে জামালগঞ্জে ১৫০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করেন এমপি রতন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেছেন সুনামগঞ্জ-১ আসনের স্থানীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় গণভবণ হতে ভিডিও কনফারেন্সের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। এ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অলিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলার প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা আবু তাহের, উপজেলা উপ সহকারী প্রকৌশলী আনিসুরজ্জামান আনিস, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, আক্তারুজ্জামান, যুবলীগের সভাপতি আবুল খয়ের, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মকবুল হোসেন আফিন্দী, জামালগঞ্জ উপজেলা এনজিও কমিটির সভাপতি সাইফ উল্লাহ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জামালগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প হতে ১ শত ৫০ টি ঘরের চাবি হস্তান্তর করেন। তিনি আরও বলেন, যারা সহযোগিতা করেন, তাদের কৃতঞ্জতা প্রকাশ করা একান্ত প্রয়োজন। ভুমি ছিলনা, ঘর ছিলনা, মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনা ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এবার ৩২ হাজার ৯শত ৪ টি পরিবারের মাঝে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।