ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লকডাউনের পর ইদ সামনে রেখে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। এ জন্য আন্দোলন, বিক্ষোভে না গিয়ে বর্তমান পরিস্থিতিতে পরিবহন-মালিক শ্রমিকদের ধৈয ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১ মে) সকালে নিজ সরকারি বাসভবন থেকে এক ভিডিয়ো বার্তায় এ তথ্য জানান সেতুমন্ত্রী।সরকার ইদ ও রমজানের কথা বিবেচনা করে এবং শ্রমজীবী মানুষ যারা দোকানপাট, শপিংমলে কাজ করেন তাদের কথা চিন্তা করে ইতোমধ্যেই লকডাউন শিথিল করেছে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী।দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার গত ৫ থেকে ১১ এপ্রিল একগুচ্ছ বিধিনিষেধের আওতায় লকডাউন দেয়। এরপর এর মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরে ফের বিধিনিষেধ কঠোর করে ১৪ এপ্রিল থেকে জরুরি কাজ ছাড়া বাইরে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যা সর্বাত্মক লকডাউন হিসেবে পরিচিতি পেয়েছে। এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল করা হয়। এই সময় গণপরিবহনও বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান লকডাউন আগামী ৫ মে পর্যন্ত কার্যকর থাকবে।

You might also like