উইমেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এর জন্য নমিনেশন পাঠানোর শেষ তারিখ ১৯ জানুয়ারি

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত উইমেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এর প্রতিপাদ্য বিষয় বা থিম হচ্ছে ‘অনুপ্রেরণামূলক অন্তর্ভুক্তি’।স্থানীয় নারীদের উল্লেখযোগ্য অবদান উদযাপনের লক্ষ্যে উইমেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন জমা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ হচ্ছে ১৯ জানুয়ারী।২০২৪—এর আন্তর্জাতিক নারী দিবসের ইভেন্টের থিম হল “অনুপ্রেরণামূলক অন্তর্ভুক্তি”কে এই এওয়ার্ডের থিম হিসেবে বেছে নেয়া হয়েছে। যে ছয়টি বিভাগে মনোনীতদের নাম জমা দেয়া যাবে, সেগুলো হলোঃ উইমেন বিজনেস লিডার অব দ্যা ইয়ার, ইয়াং উইমেন অব দ্যা ইয়ার, আনসাং হিরো, উইমেন ভলান্টিয়ার অব দ্যা ইয়ার, উইমেন্স কমিউনিটি গ্রুপ অব দ্যা ইয়ার এবং উইমেন কেয়ারার অব দ্যা ইয়ার।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, “টাওয়ার হ্যামলেটসে প্রথম উইমেনস এচিভমেন্ট অ্যাওয়ার্ড চালু করতে পেরে আমি গর্বিত। এই পুরস্কার গুলি স্থিতিস্থাপকতা, নেতৃত্ব এবং উদ্ভাবনের প্রতিনিধিত্ব করে। আগামী মার্চে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান আমাদের কমিউনিটির মধ্যে নারী নেতৃত্বের জন্য আরও সুযোগ তৈরি করবে।কাউন্সিলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনে সহায়তাকারী আয়ান গুলাইদ বলেছেন, “বারা এবং যোগ্য নারীদের মধ্যে অনেক আনসাং হিরো অর্থাৎ আড়ালে থাকা নায়ক রয়েছে যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলছেন। অনুগ্রহ করে তাদেরকে মনোনীত করুন এবং আপনার জীবনে মহিলাদের অবদানকে উদযাপন করুন।আপনি কাউন্সিলের অনলাইন পোর্টাল www.towerhamlets.gov.uk – তে গিয়ে ‘কমিউনিটি এন্ড লিভিং’ সেকশনের ‘ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এওয়ার্ড সেরেমনি’ পেজে গিয়ে নমিনেশন সাবমিট করতে পারবেন।

You might also like