উত্তেজনার মধ্যেই আল-আকসায় ঈদ জামাতে মুসল্লিদের ঢল
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ফিলিস্তিন-ইসরায়েল: ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থার মধ্যেই মুসলিমদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসায় ইদুল ফিতরের নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। এ সময় ফিলিস্তিনি শিশুরা ঐতিহ্যবাহী পোশাক পরে আল-আকসা চত্বরে হাজির হয়। ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত দমন অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও ইদের জামাতে এ লাখের বেশি ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেন।ফিলিস্তিনি তথ্যকেন্দ্রের বরাতে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এমন সময় আল-আকসা মসজিদে এ জামাত অনুষ্ঠিত হয় যখন ভোরেও গাজা উপত্যকার উপর ইসরায়েলি জঙ্গিবিমানগুলো ভয়াবহ বোমাবর্ষণ করে।বুধবার (১২ মে) রাতে অধিকৃত ফিলিস্তিনে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর ইদ ঘোষিত হওয়া সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলা বন্ধ হয়নি।
রমজান মাস শুরু হওয়ার পর মসজিদুল আকসায় ইহুদিবাদীদের আগ্রাসী তৎপরতাকে কেন্দ্র করে সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে ইসরায়েলি সেনারা বলপ্রয়োগ শুরু করলে এক সপ্তাহ আগে থেকে বায়তুল মুকাদ্দাসের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।এ সময় গাজা উপত্যকা থেকে হামাসসহ প্রতিরোধ সংগঠনগুলো বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের ওপর দমন অভিযান বন্ধ করতে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করে। ওই সময়সীমা পার হওয়ার পর প্রতিরোধ সংগ্রামীরা ইসরায়েল অভিমুখে রকেট বর্ষণ শুরু করে।ভয়াবহ এ সংঘর্ষে এখন পর্যন্ত ১৮ শিশুসহ অন্তত ৬৯ ফিলিস্তিনি শহীদ এবং কমপক্ষে ছয়জন ইসরায়েলি নিহত হয়েছে। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে।