উদযাপিত হলো স্বেচ্ছাসেবী দিবস ও ইচ্ছার প্রতিষ্ঠাবার্ষিকী
নিউজ ডেস্ক
সত্যবাণী
চট্টগ্রাম: ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা উপলক্ষ্যে মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও জসিম উদ্দীন ও মেহেদী হাসান রাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ৫ই ডিসেম্বর চট্টগ্রামস্থ বালুচরার দৌলত শাহী কনভেনশন হলে শনিবার সকাল ১০টা হতে দিনব্যাপী ২টি পর্বে এই কর্মসূচী অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। ১ম পর্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, প্রধান বক্তা ছিলেন ২নং জালালাবাদওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, উদ্ভোদক ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব। স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় বীরমুক্তিযোদ্ধা দৌলত হোসেন, ডাঃ মনির আজাদ, ডাঃ দোলন কুমার, দেলওয়ার হোসেন, আসাদ চৌধুরী, মোঃ বখতিয়ারকে সংবর্ধনা দেয়া হয় । বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ রাশেদ। বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সারজু মোহাম্মদ নাছির। এছাড়া উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার থেকে ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে, প্রতিটি সংগঠনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। ২য় পর্বে প্রধান অতিথি ছিলেন লায়ন নবাব হোসেন মুন্না, প্রধান বক্তা ছিলেন মিজান সমরকন্দি, উদ্ভোদক ছিলেন ফারুক খালেক চৌধুরী। ২য় পর্বে ৫০জন বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সৎ ইচ্ছার জাগরণকারী এই সংগঠনের এটি ১৬০তম কর্মসূচী ছিল এবং ১৬১তম কর্মসূচি খুব শ্রীঘ্রী অনুষ্ঠিত হবে বলে জানান অত্র সংগঠনের প্রতিনিধি সাইফুল করিম বাবর।