উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ ও সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ কোভিড- ১৯ বিশ্বে ‘সাম্যের আগামী’ গড়তে নারীর অগ্রযাত্রা” – এই প্রতিপাদ্য নিয়ে ১৩ই মার্চ বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ ও সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস যৌথভাবে উদযাপন করে আন্তর্জাতিক নারী দিবস ২০২১।যুক্তরাজ্য উদীচীর সহ সভাপতি সেলিনা শফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনা আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন মোনজেরীন রশীদ, আবৃত্তি করেন সালাউদ্দিন শাহীন, রওশন জাহান সিমি, নাসিমা কাজল, হামিদা ইদ্রিস, শ্রুতিনাটক পরিবেশন করেন নূরুল ইসলাম ও হেলেন ইসলাম, সঙ্গীত পরিবেশন করেন ইভা আহমেদ, শারমীন বিথী, অসীমা দে ও গোপাল দাস।

কথা, গান আর আবৃত্তি নিয়ে সাজানো ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলার জেনিথ রহমান, বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় উদীচীর সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। প্রধান বক্তা ছিলেন লেখক জেসমিন চৌধুরী এবং নির্ধারিত বক্তা হিসেবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার সাবিনা আক্তার (টাওয়ার হ্যামলেটস), সিনিয়র সাংবাদিক নিলুফার হাসান, ডাঃ নীলুফার খান, কমরেড ডাঃ শাহেদা ইসলাম (সি পি বি ইউকে),কাউন্সিলার আয়েশা চৌধুরী (নিউহাম), কাউন্সিলার জোৎসনা ইসলাম (রেডব্রিজ) ও যুক্তরাজ্য উদীচীর উপদেষ্টা ডলি ইসলাম।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উদীচীর উপদেষ্টা মাহমুদ এ রউফ, সাংবাদিক তাজুল ইসলাম, কেন্দ্র উদীচীর সহ সভাপতি ডাঃ রফিকুল হাসান খান, উৎপল দত্ত এবং যুক্তরাজ্য উদীচীর সভাপতি হারুন অর রশীদ।বক্তারা নারী দিবসের তাৎপর্য এবং বর্তমান সময়ে নারী দিবসের প্রয়োজনীয়তার উপরে আলোচনা করেন। নারীর সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিটির বিভিন্ন স্তরে উদীচীকে আরো কাজ করার আহ্বান জানান বক্তারা।

You might also like