উরুগুয়েকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

নিউজডেস্ক
সত্যবাণী

স্পোর্টস ডেস্কঃ ২০০১ সালের পর ব্রাজিলকে হারাতে পারেনি উরুগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ে আজকের ম্যাচেও এর ব্যতিক্রম হলো না। করোনা ও ইনজুরিতে তারকা নেইমারসহ অনেক খেলোয়াড়কে ছাড়া নেমেও ধারাবাহিকতা ধরে রেখেছে সেলেসাওরা। উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে লাতিন অঞ্চলের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল।মন্তেভিদিওতে তারকা বেশ কিছু খেলোয়াড়ের অনুপস্থিতিতে সাম্বার ছন্দ পাওয়া না গেলেও ব্রাজিল আক্রমণ গড়ে ঠিকই এগিয়ে যায় ৩৪ মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়া আর্থারের দুর্দান্ত গতির শট আর আটকাতে পারেননি উরুগুয়ে গোলকিপার কাম্পানা। এই অর্ধে দারুণ খেলা ব্রাজিল স্কোর ২-০ করে বিরতির আগেই। সংক্ষিপ্ত কর্নার থেকে হেড করে দ্বিতীয় গোল করেন রিচার্লিসন।

অবশ্য করোনার হানা ছিল উরুগুয়ে শিবিরেও। ম্যাচের আগে থেকেই ভাগ্যদেবী সহায় ছিল না তাদের। করোনা পজিটিভ হয়ে ছিটকে যান তাদের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। যার প্রভাব হাড়ে হাড়ে টের পেয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধে দুটি সুযোগ পেয়েও লক্ষ্য বরাবার রাখতে পারেনি উরুগুয়ে।রাতটা যে তাদের নয়, সেটি আরও নিশ্চিত হয়ে যায় ৭১ মিনিটে। রিচার্লিসনকে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে আরেক তারকা কাভানির। অবশ্য এই ফাউলের বেলায় ভার রিভিউয়ের সাহায্য নিয়েছিলেন রেফারি।এই জয়ের ফলে চার ম্যাচে টানা চার জয় তুলে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলে এখনও শতভাগ রেকর্ড ধরে রাখা দলটিও ব্রাজিল।

You might also like