এই অঞ্চলের কৃষক অত্যাধুনিক কৃষিপ্রযুক্তি থেকে বঞ্চিত হবে না-এমপি রুয়েল

সত্যবাণী
সিলেট অফিসঃ হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেছেন, ঐতিহ্যবাহী বানিয়াচং-আজমিরীগঞ্জ হচ্ছে হাওরবেষ্টিত কৃষি প্রধান অঞ্চল। এ অঞ্চলের মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সারা দেশে কৃষিক্ষেত্রে সরকার আমূল পরিবর্তন এনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। এই অঞ্চলের মানুষ যাতে অত্যাধুনিক কৃষিপ্রযুক্তি থেকে বঞ্চিত না হন সেক্ষেত্রে আমার অগ্রণী ভূমিকা থাকবে। আমি সরকারি বরাদ্দে কৃষি বিপ্লব ঘটিয়ে এই এলাকা থেকে ধান, চাউল রপ্তানি করে খাদ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। সেক্ষেত্রে সবাইকে একযুগে কাজ করতে হবে। কৃষিক্ষেত্রে কৃষকদের অধিকার নিয়ে কেউ দূর্নীতি করার চেষ্টা করবেন না।
বানিয়াচং থেকে সংবাদদাতা জানান, ২৪ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও হাওরে রবি ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শণীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামছুল হক, পিআইও মলয় কুমার দাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে এমপি অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে শুভেচ্ছা জানানো হয়।

You might also like