একাত্তরের ইতিহাসের সঠিক প্রচারণায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে
আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্যবাণী
লন্ডনঃ ৭ই অক্টোবর ২০২১, প্রবাসী বাঙালীদের সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নরওয়ে কর্তৃক এক সভার আয়োজন করা হয় নরওয়ের রাজধানী অসলোতে। উক্ত সভার আলোচ্য বিষয় ছিল ¨শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধা সন্তানদের বর্তমান এবং ভবিষ্যৎ¨। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরির সন্তান, প্রজন্ম একাত্তরের সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইটি প্রধান জনাব আসিফ মুনির ।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব খোরশেদ আলম ।সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মাদ মাসুম।আলোচনায় জনাব আসিফ বলেন¨ মুক্তিযুদ্ধের চেতনার উন্মেষ এবং একাত্তরের ইতিহাসের সঠিক প্রচারণার দায়িত্ব নিয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে । ১৯৭৫ পরবর্তী সময়ে শহীদ পরিবারের সন্তানদের প্রতি রাষ্ট্রীয় নিপড়নের চিত্র তুলে ধরেন তিনি। তিনি আহবান জানান যে, স্বাধীনতা বিরোধী চক্রের সকল ষড়যন্ত্রকে প্রত্যাখান করে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এখন সময় এসেছে তরুণ প্রজন্মের।
১৯৭১ সালের গণহত্যার বিষয়টির স্বীকৃতির জন্য প্রবাসী বাঙালীদের আন্তরিক ভাবে এগিয়ে আসারও অনুরোধ করেন তিনি।প্রবাসী বাঙ্গালীদের যুদ্ধাপরাধী ও জাতির পিতা বঙ্গবন্ধুর খুনীদের বিচারের দাবী, ভবিষ্যত প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নিয়ে কাজ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় উক্ত সভায়।উক্ত সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি সাইফ শামস, বক্তব্য রাখেন সংগঠনের আন্তর্জাতিক এবং তথ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী জনাব আহমেদ রূবায়েত শরীফ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোস্তাফিজুর রহমান খান , জনাব হামিদ খান, জনাব মোফিজুর রহমান,জনাব জয়র্ধন বড়ুয়া,জনাব সুপ্রিয় বড়ুয়া। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন জনাবা লাজ ,ডঃ আসাদ, ডঃ ফ্লোরা এবং অসলো ইউনিভার্সিটির অধ্যাপক ড. অসীম কান্তি দত্তরায়। সভায় উপস্থিত ছিলেন অসলোর বাঙ্গালি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।