একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ আর নেই
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ পরলোক গমন করেছেন।বুধবার বিকালে সিলেটের হাওলাদারপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর।পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই গুণি শিল্পী। বর্ণাঢ্য জীবনের অধিকারী সুষমা দাশ একসঙ্গে গান করেছেন বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে।লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন লোকসংগীতের এই সাধক শিল্পী।সুষমা দাশ ১৯২৯ সালে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শাল্লা থানার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন।তার মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।