এক বছরের জন্য সুরক্ষা দেবে আস্ট্রাজেনেকার করোনা টিকা: সিইও
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা-র করোনা টিকা প্রায় এক বছরের জন্য এ ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেবে। মঙ্গলবার বেলজিয়ান রেডিও স্টেশন-এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পাস্কাল সরিওট।পাস্কাল সরিওট বলেন,তার প্রতিষ্ঠান ইতোমধ্যেই অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের উদ্ভাবিত করোনা টিকার হিউম্যান ট্রায়াল শুরু করেছে। যুক্তরাজ্যে শিগগিরই এর প্রথম পর্বের ট্রায়াল শেষ হবে। তৃতীয় ধাপের ট্রায়ালও ইতোমধ্যেই শুরু হয়েছে।
তিনি বলেন, আগামী আগস্ট বা সেপ্টেম্বরে নাগাদ ক্লিনিক্যাল ট্রায়ালের ফল পাওয়া যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর নাগাদ এই টিকা সরবরাহ করা সম্ভব হবে। আমরা মনে করি, এটি প্রায় বছরখানেক ধরে সুরক্ষা দেবে।আস্ট্রাজেনেকা-র এ টিকার ৪০ কোটি ডোজ প্রি-অর্ডার করতে ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের চার দেশ। দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। চার দেশের জোট ইনক্লুসিভ ভ্যাকসিন অ্যালায়েন্স (আইভিএ) সঙ্গে চুক্তিতে উপনীত হয়েছে আস্ট্রাজেনেকা।চুক্তি অনুযায়ী,এ টিকা ইউরোপে সরবরাহের কাজে সহায়তা দেবে আইভিএ।ইতোমধ্যেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও চুক্তিতে সম্মত হয়েছে আস্ট্রাজেনেকা। সূত্র: রয়টার্স।