এক সপ্তাহে কমলগঞ্জে ৪ জনের অপমৃত্যু

সত্যবাণী
সিলেট অফিসঃ গত এক সপ্তাহে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সড়কে যানবাহনজনিত দুর্ঘটনায় ৩ জন ও একটি ছড়া থেকে লাশ পাওয়া যায় ১ জনের। এসব মৃত্যুর ঘটনা ঘটেছে উপজেলা সদরের বাইরে।
কমলগঞ্জ থেকে সংবাদদাতা জানান, গত ৭ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের কাকিয়াবাজার এলাকায় প্রাইভেট কারের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফয়েজ উদ্দিন (৫০) নিহত হন। তিনি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এদিকে ১৩ অক্টোবর শুক্রবার দুপুরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের কৃষি গবেষণা কেন্দ্র আকবরপুর এলাকায় দি নিউ লাইফ অ্যাম্বুলেন্স ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী উপজেলার ইসলামপুর ইউনিয়নের সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।
অন্যদিকে ১৪ অক্টোবর শনিবার শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে রামরতন রবিদাশ নামক এক চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার আলীনগর চা বাগানের শংকর রবিদাশের পুত্র।

You might also like