এখনই মসজিদ খুলে দেয়ার পক্ষে নন ব্রিটেনের ইমামরা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ করোনা পরিস্থিতিতে এখনই মসজিদ খুলে দেয়ার পক্ষে নন ব্রিটেনের ইমামরা। যদিও দেশটির সরকার জামাত ছাড়া নামাজ পড়ার জন্য মসজিদ খুলে দেয়ার পক্ষে মতামত দিয়েছে।ইমামদের বক্তব্য হচ্ছে– যদি জামাতেই নামাজ পড়া না যাবে,তা হলে আর মসজিদে এসে নামাজ পড়া কেন? খবর আরব নিউজের।একই সঙ্গে ইমামরা খ্রিস্টানদের উপাসনালয় গির্জা ও ইহুদিদের উপাসনালয় সেনাগগ খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন।তাদের যুক্তি হচ্ছে, এসব উপাসনালয়ে দলগতভাবে (জামাতে) উপাসনা করায় এখানে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না।

তাই দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ১৫ জুন থেকে লকডাউন শিথিল করে ব্যক্তিগতভাবে উপাসনার জন্য মসজিদসহ অন্য উপাসনালয় খুলে দেয়ার যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন- তার বিরোধীতা করেছেন দেশটির ইমামরা।এ মাসের মাঝামাঝি থেকে লকডাউন শিথিল করা হলেও বিয়েসহ জনসমাগম হয় এমন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আগামী ৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।ব্রিটেনের মসজিদ ও জাতীয় ইমাম পরামর্শক বোর্ডের সভাপতি ইমাম কারি মো. আসিম বলেন,সরকারের এ ধরনের সিদ্ধান্ত করোনা বিস্তারে সহায়ক ভূমিকা পালন করবে।তিনি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মসজিদসহ সব ধর্মের উপাসনালয় বন্ধ রাখার পক্ষে মত দেন। গত মার্চ থেকে মসজিদগুলো বন্ধ রাখা হয়। এমনকি রমজানেও কেউ মসজিদে নামাজ পড়তে যেতে পারেননি।

You might also like