এবার চলে গেলেন শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ভারতঃ  করোনায় মারা যান কবি শঙ্খ ঘোষ। তিনি প্রয়াত হন ২১ এপ্রিল।বাড়িতেই ছিলেন কোয়ারেন্টিনে। শেষমুহূর্তে ভেন্টিলেশন, তবে শেষরক্ষা হয়নি।এবার চলে গেলেন শঙ্খ–জায়া প্রতিমা ঘোষ।কবি চলে যাওয়ার ঠিক ৮ দিন পরে। বৃহস্পতিবার সকালে বাড়িতেই মৃত্যু হয় তাঁর।বয়স হয়েছিল ৮৯ বছর। তিনিও করোনা আক্রান্তই ছিলেন। বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন। চলছিল চিকিৎসা।

পরিবার সূত্রে খবর, গত ১৪ এপ্রিল কবি শঙ্খ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ আসে। একইসঙ্গে আক্রান্ত হন স্ত্রী প্রতিমা দেবীও। হাসপাতালে যেতে চাননি। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল দু’‌জনের। পরিবার সূত্রে আরও খবর, শঙ্খবাবুর মৃত্যুর পর থেকেই প্রতিমাদেবীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। মানসিকভাবে এমনিতেই বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার ভোর ৫ টায় মৃত্যু হয় তাঁর।প্রতিমা দেবী ছিলেন বিদ্যাসাগর কলেজের অধ্যাপক। তাঁর দুটি বইয়ের নাম– ‘আপনজন’ এবং ‘নয় বোনের বাড়ি’।করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিয়েছে। বুধবার সাহিত্যিক অনীশ দেব করোনায় মারা যান। বৃহস্পতিবার চলে গেলেন প্রতিমা ঘোষ।জলপাইগুড়িতে জন্ম প্রতিমা ঘোষের। কলেজ জীবন থেকেই পরিচয় কবির সঙ্গে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। দীর্ঘ প্রায় ৬৫ বছরের বৈবাহিক জীবন ছিল শঙ্খ ঘোষ ও প্রতিমার।

You might also like