এমপি নাহিদ কর্তৃক গোলাপগঞ্জে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অস্বচ্ছল-অসুস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি।
গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ১০ নভেম্বর শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ২৪ জন অস্বচ্ছল- অসুস্থ রোগীর মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মৌসুমী মান্নান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মান্না আহমদ প্রমুখ।
বিকেলে তিনি উপজেলার বাঘা ইউনিয়নে ৮টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় পরগণাবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে রয়েছে বাঘা ইউনিয়নের পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণকাজ, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণকাজ, পরগণাবাজার দ্বিতল ভবন নির্মাণকাজ, বাঘা-মাদ্রাসাঘাট-গোলাপনগর-পশ্চিমগাঁও-বুরহান উদ্দিন সড়ক মেরামত কাজ, দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণকাজ, আব্দুল করিম-জহির উদ্দিন-উত্তর গোলাপনগর ও পালানডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, বইঠিকর-দক্ষিণ বাঘা সড়ক উন্নয়ন কাজ ও বাঘা মাঝের মহল্লা পশ্চিম জামে মসজিদ উন্নয়ন কাজ।

You might also like