এমপি পাপুলের কুয়েতের মামলা তদন্তে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ এমপি পাপুলের বিরুদ্ধে কুয়েতের অর্থপাচার মামলার তদন্তে বাংলাদেশ হস্তক্ষেপ করবে না।এ কথা জানিয়েছেন,কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম আজাদ।এ আগে গত শনিবার কুয়েতে গ্রেপ্তার হন বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল। মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।শনিবার রাতে কুয়েতের সিআইডি সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছিলেন।কুয়েতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে ১০০ জনেরও বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে সরকারের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের সংসদ সদস্য কাজী পাপুলের নামও এই তালিকায় ছিল।

You might also like