এমপি মিলাদ গাজী কর্তৃক বাহুবল আশ্রয়ণ প্রকল্প সংস্কার
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ প্রয়াত মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর হাতে গড়া আশ্রয়ণ প্রকল্প সংস্কার করে সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তাঁর ছেলে হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি।বাহুবল থেকে সংবাদদাতা জানান, ১৯৯৮ সালে হবিগঞ্জের বাহুবল উপজেলার ফয়জাবাদ হিলস এলাকায় স্থানীয় গৃহহীনদের জন্য প্রথম আশ্রয়ণ প্রকল্প স্থাপন করেন দেওয়ান ফরিদ গাজী। দীর্ঘ ২৫ বছরে জরাজীর্ণ হয়ে পড়া আশ্রয়ণের সেই ঘরগুলো পুনঃমেরামত, গণশিক্ষা কার্যক্রম এবং নামাজ ও কোরআন শিক্ষা কার্যক্রম শুরু করেন তাঁর ছেলে হবিগঞ্জ-১ আসনের এমপি মিলাদ গাজী এমপি। ১১ আগস্ট শুক্রবার ফয়জাবাদ হিলস আশ্রয়নে গণশিক্ষা কার্যক্রমের সদস্যের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।এ ব্যাপারে এমপি মিলাদ গাজী বলেন, ২০১৩ সাল থেকে বয়স্ক মহিলাদের সহী কোরআন ও নামাজ শিক্ষা প্রদানের লক্ষ্য নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম চালু করেছি। বর্তমানে এ কর্মসূচির আওতায় ২০ হাজার মহিলা প্রশিক্ষণ গ্রহণ করছেন। অচিরেই সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম আরো ব্যাপকভাবে পরিচালনা করা হবে।এই মহতি উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই কর্মসূচির অধীনস্থ বয়স্ক শিক্ষার্থীরা সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মিলাদ গাজী এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় স্থানীয় আ’লীগ, যুবলীগসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।