এমপি শফিকুল নয়, শফিউল করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতীয় সংসদের দশম অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষায় নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নয়,বরং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম কোভিড পজেটিভ হয়েছেন।রোববার (৮ নভেম্বর) সংসদ সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, দশম অধিবেশন (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন) সামনে রেখে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ৬ নভেম্বর সংসদ সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা পরীক্ষা করে ৭ নভেম্বর রিপোর্ট প্রদান করা হয়েছে।নমুনা পরীক্ষার ফলাফলে কয়েকজন সংসদ সদস্যের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

ইতোমধ্যে কয়েকটি পত্রিকায় সাংসদ শফিকুল কোভিড-১৯ পজেটিভ বলে খবর প্রকাশ করা হয়েছে- যা অসত্য নয়, বলা হয় বিজ্ঞপ্তিতে।এতে আরো বলা হয় যে সংসদ সদস্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, মো. শহীদুজ্জামান সরকার, নুরুজ্জামান বিশ্বাস, নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগমেরও কোভিড-১৯ পজেটিভ এসেছে।মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন রোববার সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে। এটি হবে একাদশ সংসদের দশম অধিবেশন।সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) নম্বর দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ২১ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। এর মধ্য দিয়ে করোনা পরিস্থিতির মধ্যে আরও একটি অধিবেশন শুরু হতে যাচ্ছে।

You might also like