এশিয়া কাপ ফাইনাল :টস জিতে বোলিংয়ে পাকিস্তান
নিউজ ডেস্ক
সত্যবাণী
দুবাই: দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস একটা বড় ফ্যাক্টর। এই মাঠে টস জয় মানে ম্যাচ জয় যেন অনেকটাই নিশ্চিত। এই ভাগ্যের খেলায় যে এগিয়ে থাকবে, তারই জয় প্রায় নিশ্চিত।আগের চার ম্যাচ টানা জিতে আসা শ্রীলঙ্কা এশিয়া কাপের জমজমাট ফাইনালে এসে হেরে গেল টসে। জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতেই ব্যাট করার জন্য শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নিজেরা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।চলতি আসরে আগেরবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারতে হয়েছে পাকিস্তানকে। এশিয়া কাপের ১৫টি আসরের মধ্যে শ্রীলঙ্কার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে ১১ বার। অন্যদিকে পাকিস্তান ফাইনাল খেলেছে ৪ বার।
শ্রীলঙ্কা শিরোপার দেখা পেয়েছে ৫ বার। বাকি ৬ বার রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লঙ্কানদের। অপর দিকে দুবার এশিয়ার সেরা হয়েছে পাকিস্তান।এখন পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে তিনবার দেখা হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার। এই তিন দেখায় দুবারই শেষ হাসি হেসেছে শ্রীলঙ্কা। একবার লঙ্কানদের বিপক্ষে ফাইনালে জেতার সুযোগ হয়েছে পাকিস্তানের।আগের ম্যাচ থেকে ফাইনালের লড়াইয়ে পাকিস্তান শিবিরে এসেছে দুই পরিবর্তন। শাদাব খান ও নাসিম শাহ ফিরেছেন একাদশে। অপর দিকে বাদ পড়েছেন উসমান ও হাসান আলি।এদিকে একাদশে কোনো পরিবর্তন আসেনি লঙ্কান শিবিরে।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকশে, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান ও দিলশান মাদুশাঙ্কা।