এসএমপির ৬ তলা ফোর্স ব্যারাক ভবনের উদ্বোধন করলেন আইজিপি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ফোর্স ব্যারাক ভবনের উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
৫ নভেম্বর শনিবার সকালে নগরির মিরের ময়দানস্থ পুলিশ লাইন্সে নবনির্মিত শহীদ পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর বিপিএম ৬ তলা বিশিষ্ট ব্যারাক ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
ফোর্স ব্যারাক ভবনের নামকরণ হয় ২০১৭ সালের ২৫ মার্চ এসএমপি’র মোগলাবাজার থানাও শিববাড়ি এলাকায় আতিয়া মহল-এ জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানের দায়িত্বে থাকাকালে জঙ্গিদের ফেলে রাখা বোমা নিষ্ক্রিয় করার সময় হঠাৎ বিস্ফোরিত হওয়ায় ইন্সপেক্টর চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর বিপিএম গুরুতর আহত হন। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তিনি মারা যান। বাংলাদেশ পুলিশ কর্তৃক ২০১৮ সালে তাকে বিপিএম পদকে ভূষিত করা হয়। তার নামানুসারেই নবনির্মিত ভবনের নাম শহীদ পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর বিপিএম রাখা হয়।এর আগে সকালে নগরির রিকাবীবাজারস্থ সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল ভবনের ৩য় তলার উদ্বোধন করেন আইজিপি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রবাসে থেকে দেশে রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। প্রবাসীদের যেকোনো সমস্যায় গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করে পুলিশ। পুলিশ হেডকোয়ার্টার্সে প্রবাসীদের জন্য আলাদা ডেস্ক রয়েছে। এছাড়াও বৃহত্তর সিলেটে প্রবাসীদের জন্য আলাদা হটলাইনও রয়েছে। প্রবাসীদের বিষয়ে পুলিশ আন্তরিক।তিনি পুলিশ সদস্যদেরকে বিশেষ যতœ ও আন্তরিকতার সাথে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানে তৎপর হওয়ার আহবান জানান।

You might also like