এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯২ দশমিক ৩২ শতাংশ পাস করে যশোর বোর্ড শীর্ষ স্থানে রয়েছে। সর্বনিম্ন সিলেটে পাস করেছে ৭৩ দশমিক ৩৫ শতাংশ।আজ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন।অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে এবং পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে জানা যাবে।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল ওয়েবসাইট wwwdhakaeducationboard.gov.bd-এ EIIN কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ঊওওঘ এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়া www.education boardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিষ্ট্রেশন নাম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সারা দেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

 

You might also like