কমরেড আফরোজ আলী ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর : কমরেড দিলীপ বড়–য়া

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া বলেছেন কমরেড আফরোজ আলী ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। বিভিন্ন প্রতিকূলতা এবং বৈরী পরিবেশ মোকাবেলা করে অকূতোভয় এই সেনানী অবিচল এবং নিষ্ঠার সাথে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের সুমহান মুক্তির লক্ষ্যে জীবন উৎসর্গ করে গেছেন। তিনি বলেন, আফরোজ আলী ছাত্রাবস্থায় কমরেড আসাদ্দর আলীর অনুপ্রেরণায় শোষিত-নিপীড়িত জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সাম্যবাদী রাজনীতিতে দীক্ষিত হয়ে এ দেশে বিপ্লবী আন্দোলন গড়ে তোলায় নিজেকে বিলিয়ে দেন। তিনি আগামীতেও সাধারণ মানুষের মনের কোনে চিরঞ্জীব থাকবেন।
গত শনিবার সন্ধ্যায় জেলা বার হল মিলনায়তনে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের উদ্যোগে বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড আফরোজ আলী স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী’র সভাপতিত্বে ও জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, জেলা ন্যাপ-এর ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন, জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি সিকন্দর আলী, জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, জেলা ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সভাপতি সিরাজ আহমদ, জেলা গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মহানগর জাসদ সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জেলা বাসদ (মার্ক্সবাদী) সদস্য এ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, সাম্যবাদী দলের নিবাস চক্রবর্তী, আইডিয়ার নির্বাহী নাজমুল হক, প্রয়াত আফরোজ আলীর মেয়ে হুমায়রা জাকিয়া পুতুল, ওসমানী স্মৃতি পরিষদ সিলেট’র সভাপতি সৈয়দ আহমেদ বহলুল ও গণফোরামের নির্মল চন্দ্র ধর।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদ সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া চৌধুরী, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান, এ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদের মহিউদ্দিন, সাম্যবাদী দলের মোশাহিদ আহমদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, গণতন্ত্রী পার্টির গুলজার আহমদ, সাম্যবাদী আন্দোলনের এ্যাডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।সভার শুরুতে কমরেড আফরোজ আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং স্মৃতির প্রতি দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।

You might also like