কমেছে তাপমাত্রা, আরও দুই দিন থাকবে এমন শীত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ পৌষের শেষ পর্যায়ে এসে গত কয়েকদিন থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।একই সময় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।গত বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়।পরদিন বৃহস্পতিবার তা আরও বিস্তৃতি লাভ করে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে চলতি মাসজুড়েই থাকবে শীতের প্রকোপ। এছাড়া আগামী দিনে আরও শৈত্যপ্রবাহ আসতে পারে।এ দিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী,পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। ফলে সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা কমতে পারে।

You might also like