করোনার অর্থবছরেও মাথাপিছু আয় বেড়েছে ১৫৫ ডলার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনাভাইরাসের কারণে বিশ্বে অর্থনীতির টালমাটাল অবস্থা।তারপরও বিদায়ী ২০১৯-’২০ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়েছে ১৫৫ মার্কিন ডলার।বর্তমানে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ মার্কিন ডলারে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে।তাদের তথ্য মতে,২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৬১০ ডলার,২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৭৫১ ডলার, ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৯০৯ ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে ২ হাজার ৬৪ ডলার।এদিকে,বিবিএস জানিয়েছে,মহামারি করোনার মধ্যেও বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ।তাদের তথ্য অনুযায়ী,২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ,২০১৭-১৮ অর্থবছরে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ।যদিও করোনার কারণে সারাবিশ্বেই জিডিপির প্রবৃদ্ধি তলানিতে নেমেছে।বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।ফলে প্রতিবছর জিডিপির আকার বাড়তে থাকলেও এ বছর কমেছে।

You might also like