করোনার থাবায় বিশ্বে মৃত্যু ৩২ লাখ ছাড়াল

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী:মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ১৭৯ জন। যার মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৬৮৮ জনের মৃত্যু ঘটেছে ভারতে। এ সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৮ লাখ ৪১০ জন। যার মধ্যে সর্বোচ্চ ৩ লাখ ৯২ হাজার ৫৬২ জনই শনাক্ত হয়েছে ভারতে।ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১৫ কোটি ২৮ লাখ ৮৩১ জন। যাদের মধ্যে মারা গেছেন ৩২ লাখ ৬ হাজার ৪৫১ জন। আর ভাইরাসটির সংক্রমণ থেকে মোট সুস্থ হয়েছেন ১৩ কোটি ৭ লাখ ৩৭ হাজার ৪৪৩ জন।বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৮ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৭০৪ জনের।এরপরের স্থানেই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৫৬ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫২৩ জনের।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৭৫ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ৬ হাজার ৫৬৫ জনের।

You might also like