করোনার প্রকোপের মধ্যেই সংসদের অধিবেশন বসছে আজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বসছে আজ। বৃহস্পতিবার বেলা ১১টায় এই অধিবেশন শুরু হবে।করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, দ্বাদশ অধিবেশন ৩ কার্যদিবস চলতে পারে।

সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অধিবেশনে যোগ দিতে হলে সংসদ-সদস্যদের করোনা টেস্ট করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হবে।এদিকে সংসদ অধিবেশন নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ মার্চ রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়ে ২ ফেব্রুয়ারি শেষ হয়। ওই অধিবেশনের ১২ কার্যদিবসে মোট ৬টি বিল পাস হয়।

You might also like